হোসেনপুরে রাষ্ট্রপতি পুত্র তুহিনের পক্ষে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেলের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ওয়ার্ড পর্যায়ে দরিদ্র পরিবারের ঘরে রাষ্ট্রপতি পুত্র রাসেল আহমেদ তুহিনের দেয়া খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
রোববার (১৭ মে) হোসেনপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এর নেতৃত্বে ভ্যানগাড়ি করে ৬৩টি ওয়ার্ড পর্যায়ের নেতাদের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এসব খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াঁজ ও ১ কেজি লবন।
উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এম.কম জানান, রাসেল আহমেদ তুহিন অসহায় হতদ্ররিদ পাশে ছিলেন থাকবেন এবং এটা পযার্য় ক্রমে চলমান থাকবে।
তিনি আরো জানান, আপনাদের কাছে থেকে বাড়ী বাড়ী গিয়ে যে ভােট চেয়ে এনেছি সে ভাবে ঘরে ঘরে ত্রাণ পৌছে দিবো ইনশাআল্লাহ।
