2:17 AM, 13 November, 2025

হোসেনপুরে ইমাম – মুয়াজ্জিন ও হতদ্ররিদের মধ্যে খাদ্য সামগ্রী দিল এমপি ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি

IMG_20200514_190741

কিশোরগঞ্জ -হোসেনপুর ১ আসনের এমপি ও স্বাস্থ্য মন্ত্রাণালয়ে কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য তার নির্বাচনী এলাকার ইমাম – মুয়াজ্জিন ও হতদ্ররিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

হোসেনপুর উপজেলায় তিনি বিভিন্ন মসজিদের ইমাম- মুয়াজ্জিন ও হতদ্ররিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আজ বৃহস্পতিবার (১৪মে) দুপুরে উপজেলা পরিষদ মাঠে উপজেলার ১টি পৌরসভা ও ৬ ইউনিয়নের ৮ শত পরিবারে মাঝে চাল, ডাল, অালুু,লবন, তেল বিতরণ করা হয়।

এমপি ডাঃ সৈয়দ জাকিয়া নুর লিপি উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন , কিশোরগঞ্জ জেলা যুগ্ন সাধারন সস্পাদক মোঃ সৈয়দ আশরাফুল ইসলাম টিটু, উপজেলা পৌর মেয়র কায়ুম খোকন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শেখমহীউদ্দিন, ভূমি কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জান, আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহা মোহাম্মদ মাহবুব আলম, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক হোসেনপুর বার্তার সম্পাদক, প্রদ্বীপ কুমার সরকার, সেচ্ছা সেবক লীগে নেতা মোঃ তামিম, ছাত্রলীগ আহব্বায়ক শেখ মোহাম্মদ অাহাদুল ইসলাম, যুগ্ন আহব্বায়ক, আলমগীর হোসেন টুটুল, যুব মহিলা লীগ নেত্রী জেসমিন সুলতানা পুষ্প সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এমপি ডাঃসৈয়দা জাকিয়া নুর লিপি জানান, করোনা ভাইরাসের কারণে যারা অসহায় অবস্থার মধ্যে রয়েছে সেই সব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। যাতে করে কোন ব্যক্তি না খেয়ে থাকতে না হয়। তিনি জানান, যতদিন পর্যন্ত হতদরিদ্র মানুষগুলো আয় রোজগারে যেতে পারবেন না ততদিন পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখা হবে অামার পরিবারের পক্ষহতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *