6:37 AM, 13 November, 2025

নবাবগঞ্জে ভ্রাম্যমান হোমিও প্যাথিক টিমের ফ্রি চিকিৎসা ক্যাম্প

IMG_20200514_145441

দিনাজপুরের নবাবগঞ্জে আর্তমানবতার সেবায় ভ্রাম্যমান হোমিওপ্যাথিক টিমের বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহানের আহ্বানে বাংলাদেশ হোমিও প্যাথিক গবেষনা পরিষদের রংপুর বিভাগ এবং হোমিওপ্যাথিক দর্শন ও গবেষনা ফোরাম, পাবর্তীপুর,দিনাজপুর-এর আয়োজনে বাংলাদেশ হোমিও প্যাথিক বেষনা পরিষদের রংপুর বিভাগের সদস্য সচিব ডাঃ মিথুন টিকাদার-এর নেতৃত্বে ভ্রাম্যমান  হোমিও মেডিকেল টিম এ ফ্রি ক্যাম্পে  চিকিৎসা প্রদান করেন।

ডাঃ মিথুন টিকাদার ক্যাম্পে রোগীদের নির্দেশনা মুলক বক্তব্য প্রদান কালে বলেন- হোমিও চিকিৎসায় রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী ঔষধ (প্রতিষেধক) আর্সেনিক এ্যালব ৩০ সেবনে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ফলে এ ঔষধ যে কোন ভাইরাস শরীরে সংক্রমন থেকে রক্ষা করতে সহায়তা করে। ফলে বর্তমান দেশের এই সংকটময় পরিস্থিতিতে হোমিওপ্যাথি টিম বিভিন্ন এলাকায় তৃনমুল পর্যায়ে ক্যাম্প করে সম্পুর্ন ফ্রিতে প্রতিষেধক আর্সেনিক এ্যালব-৩০ দ্বারা চিকিৎসা প্রদান করছেন। ক্যাম্পে নবাবগঞ্জ থানার পুলিশ বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারের লোকজন সহ  প্রায় ৩শ জনকে  প্রতিষেধক আর্সেনিক এ্যালব-৩০ সম্পুর্ন ফ্রিতে প্রদান করা হয়।

থানার ওসি অশোক কুমার চৌহান জানান- আমার উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশনায় ক্যাম্পের মাধ্যমে থানার সকল ফোর্স ও অফিসার এবং তাদের পরিবারের জন্য এই প্রতিষেধক গ্রহন করা হয়েছে। এ ঔষধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হলে শরীরে সহজে কোন ভাইরাস সংক্রমন করতে পারেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *