করোনার প্রতিকার ও সচেতনা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জ পুলিশ সুপারের দিকনির্দেশনা

আজ (বুধবার) কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার বিপিএম (বার) মো: মাশরুকুর রহমান খালেদ কিশোরগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সদের সাথে কোভিট-১৯ এর ভয়াবহতা ও প্রতিকার সংক্রান্ত স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করেন। এসময় সকলের মনোবল বৃদ্ধির জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
করোনা ভাইরাস রোগ প্রতিরোধ ও চিকিৎসায় করণীয় বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হচ্ছে। সরকার ইতোমধ্যে করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও আক্রান্ত রোগীর চিকিৎসার্থে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ভাইরাস সংক্রমণ রোধে সবার সতর্কতা ও সচেতনতা প্রয়োজন। পুলিশের সংশ্লিষ্ট সকলকে এ পরিস্থিতি মোকাবেলায় সচেষ্ট থাকার নির্দেশ দেয়া হলো। এ পরিপ্রেক্ষিতে রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর ওয়েবসাইটে প্রকাশিত করোনা ভাইরাসের তথ্য সম্বলিত নিম্নরূপ নির্দেশনা ও পরামর্শ অনুসরণের অনুরোধ করা হলো।
২০১৯ এন-করোনা ভাইরাস
অনেক প্রজাতির করোনা ভাইরাসের মধ্যে যে ৭টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে তার একটি ২০১৯ এন-করোনা ভাইরাস।
যেভাবে ছড়ায়: এ ভাইরাস কোন প্রাণী থেকে মানুষের দেহে ঢুকেছে; এখন মানুষ থেকে মানুষে সংক্রমণ হচ্ছে; করোনা ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমে (হাঁচি/কাশি/কফ/থুথু) অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে একজন থেকে আরেকজনে ছড়ায়।
লক্ষণসমূহ: ভাইরাস শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় ২-১৪ দিন লাগে; বেশির ভাগ ক্ষেত্রে প্রথম লক্ষণ জ্বর; এছাড়া শুকনো কাশি/ গলা ব্যথা হতে পারে; শ্বাসকষ্ট/ নিউমোনিয়া দেখা দিতে পারে; অন্যান্য অসুস্থতা (ডায়াবেটিস/ উচ্চ রক্তচাপ/ শ্বাসকষ্ট/ হৃদরোগ/ কিডনী সমস্যা/ ক্যান্সার ইত্যাদি) থাকলে অরগ্যান ফেইলিওর বা দেহের বিভিন্ন প্রত্যষ্জ বিকল হতে পারে।
প্রতিকার: যেহেতু এই ভাইরাসটি নতুন, তাই এর কোন টিকা/ভ্যাকসিন এখনো নেই; চিকিৎসা লক্ষণভিত্তিক প্রতিরোধে করণীয়: ব্যক্তিগত সচেতনতা- ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে (অন্তত ২০ সেকেন্ড যাবৎ); অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা যাবে না; ইতোমধ্যে আক্রান্ত এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে; কাশি শিষ্টাচার মেনে চলতে হবে হৌচি/কাশির সময় বাহ/ টিস্যু/কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হবে); অসুস্থ পশু/পাখির সংস্পর্শ পরিহার করতে হবে; মাছ-মাংস ভালোভাবে রান্না করে খেতে হবে; অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে; জরুরী প্রয়োজন ব্যতীত বিদেশে ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং প্রয়োজন ব্যতীত এ সময়ে বাংলাদেশ
ভ্রমণে নিরুৎসাহিত করতে হবে: প্রবাসী আত্মীয়স্বজনকে জরুরী প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করতে হবে; প্রয়োজন ছাড়া যেকোনো জনসমাগম এড়িয়ে চলতে হবে; অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করতে হবে।
সন্দেহভাজন রোগীর ক্ষেত্রে করণীয়: অসুস্থ রোগীকে ঘরে থাকতে বলুন; মারাত্মক অসুস্থ রোগীকে নিকটস্থ সদর হাসপাতালে যেতে বলুন; রোগীকে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন: রোগীর নাম, বয়স, যোগাযোগের জন্য পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার সংরক্ষণ করুন এবং আইইডিসিআর এর করোনা কন্ট্রোল রুমে (০১৭০০-৭০৫৭৩৭) অথবা হটলাইন নাম্বারে (০১৯৩৭-১১০০১১, ০১৯৩৭-০০০০১১, ০১৯২৭-৭১১৭৮৪, ০১৯২৭-৭১১৭৮৫) যোগাযোগ করুন।
