8:11 AM, 13 November, 2025

নবাবগঞ্জে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

96529976_642741252943983_503290169030344704_n

দিনাজপুরের নবাবগঞ্জে বশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিট-১৯) প্রার্দুভাব জনিত কারনে অসহায় হয়ে পড়া স্বেচাসেবী ৩শ ভিডিপি সদস্যদের মাঝে খাবার সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২টায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে নবাবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রধান অতিথি হিসেবে ভিডিপি সদস্য/ সদস্যাদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার ।

এ সময় জেলা আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান মোঃ ইবনুল হক, থানার ওসি অশোক কুমার চহান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোছাঃ শাহানাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *