8:21 AM, 13 November, 2025

হোসেনপুরে কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য উন্মুক্ত লটারি

received_2939492396140654

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে খাদ্যগুদামের জন্য বোরো ধান কেনার লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১১মে) উপজেলা হলরুমে এ লটারি অনুষ্ঠিত হয়। চলতি মওসুমে উপজেলার ৬টি ইউনিয়ন ১টি পৌরসভা ১০৭০ জন কৃষি কার্ডধারী কৃষকের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ১০৭০ মেট্রিন টন ধান ক্রয় করবে সরকার।

লটারির মাধ্যমে নির্বাচিত প্রত্যেক কৃষক ১টন, করে ধান বিক্রি করতে পারবেন। এজন্য উপজেলা প্রশাসন ওয়ার্ডভিত্তিক বোরো চাষিদের তালিকা সংগ্রহ করে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েস, আওয়ামী লীগ ভারপাপ্ত সভাপতি মোঃ জহিরুল ইসলাম নুর, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি এম এ হালিম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখমহীউদ্দিন বলেন, ‘প্রকৃত কৃষক যেন সরকারি গুদামে ধান বিক্রি করতে পারেন, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। লটারিতে স্থানীয় কৃষক প্রতিনিধিসহ উপজেলা প্রশাসন কৃষি বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *