দেবীগঞ্জে এক শিশুর মরদেহ উদ্ধার, আটক ১

দেবীগঞ্জের ১নং চিলাহাটী ইউনিয়নে নায়েক পাড়ার মোঃ আলম হোসেনের শিশু ছেলে মোবাশ্বের হোসেন (৫) এর মরদেহ নীলফামারী জেলার ডোমার থানার ভোগডাপুরী ইউনিয়নের সব্দিগঞ্জ ফরেষ্ট থেকে আজ রবিবার সকালে উদ্ধার করে ডোমার থানার সহয়োগীতায় দেবীগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, গত ০৮/০২/২০ তারিখে শিশুটি বাড়ী থেকে নিখোঁজ হয়। এলাকায় এবং আশপাশের বিভিন্ন স্থানে খোজাঁখুজি করে না পাওয়ায় পরে দেবীগঞ্জ থানায় সন্দেহ জনক মোঃ সিযাম আহম্মেদ মিঠু (১৬) কে আসামী করে এজাহার দাখিল করে পরে উক্ত আসামীকে আটক করে জিঞ্জাসাবাদ করলে তার তথ্য অনুযারী আজ সকালে সব্দিগঞ্জ ফরেষ্ট থেকে শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ থানার তদন্ত (ওসি) মোঃ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামীর তথ্য অনুযায়ী শিশুটির মরদেহ উদ্ধার করে পঞ্চগড় সদরে মর্গে প্রেরণ করা হয়।
