3:30 AM, 13 November, 2025

লক ডাউনে কর্মহীন অসহায় দলিত জনগোষ্ঠীর মধ্যে গাইবান্ধায় খাদ্য সহায়তা বিতরণ

g 6 may

করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে সামাজিক দূরত্ব বজায় রেখে গাইবান্ধায় কর্মহীন হয়ে পড়া দলিত জনগোষ্ঠীর মধ্যে আজ ৬ মে বুধবার গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে গাইবান্ধা পৌরসভার ২০৭টি পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়। জাতীয় মানবাধিকার কমিশন ও ইউএনডিপি-হিউম্যান রাইটস প্রোগ্রামের সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বনের আয়োজনে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তার প্রত্যেকটি প্যাকেটের মধ্যে রয়েছে চাল ১০ কেজি, আটা ৫ কেজি, চিড়া এক কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ৩ কেজি, মুসুর ডাল ২ কেজি, লবণ এক কেজি, চিনি ২ কেজি, তেল ২ লিটার, সাবান ২টি।
খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলার এসিল্যান্ড মো আথতাবুজ্জামান আল-ইমরান, পরিবেশ আন্দোলনের সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, পৌরসভার প্যানেল মেয়র তানজিমুল ইসলাম পিটার, কাউন্সিলর কামাল আহমেদ, সনাক সদস্য অশোক সাহা, হরিজন যুব ঐক্য পরিষদের সভাপতি রাজেশ বাসফোর, মাসুদ হাসান, একেএম মাহাবুবুল আলম, দিপ্তী মুর্মু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *