গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রোববার দুপুরে দরবস্ত ইউনিয়ন পরিষদ চত্বরে এ উন্মক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল লতিফ প্রধান এবং বিশেষ অতিথি ছিলেন এলজিএসপি’র জেলা ফ্যাসিলিটেটর মোহাম্মদ জুয়েল রানা ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু।
উন্মুক্ত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন দরবস্ত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ। এতে বক্তব্য রাখেন দরবস্ত ইউনিয়ন পরিষদের সচিব মোস্তফা জামান প্রমুখ। বাজেট সভায় ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা সাধারন মানুষ তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং তা সমাধানের জন্য বাজেটে অন্তভূক্ত করার দাবী জানান। এবারের খসরা বাজেটে মোট রাজস্ব ও উন্নয়ন আয় ধরা হয়েছে ২ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ২ শ টাকা এবং রাজন্ব ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ২শ’ টাকা।
