9:44 AM, 13 November, 2025

রাণীশংকৈলে অগ্নিকান্ডে ক্ষতিগস্থদের মাঝে চেক ও টিন বিতরণ

04052020171103ranisankailchekandtinbitoron.01

ঠাকুরগাঁও রাণীশংকৈলে অগ্নিকান্ডে বসতবাড়ী পুড়ে যাওয়া ক্ষতিগস্থদের প্রত্যকের মাঝে নয় হাজার টাকার চেক ও তিন বান্ডেল করে টিন বিতরণ করা হয়েছে। উপজেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায়।

সোমবার(৪মে) বেলা ১টায় ইউএনও’র বাসভবন চত্বরে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না তাদের হাতে চেক ও টিন তুলে দেন। আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম উপ-সহকারী প্রকৌশলী তাজউদ্দীন প্রমূখ।

মাসখানেক আগে উপজেলার হোসেনগাঁও ইউপির রায়পুর গ্রামের ৭টি পরিবারের বাড়ী ও নন্দুয়ার ইউপির সন্ধারই সাতঘরিয়া গ্রামের ১টি পরিবারের বাড়ী আগুনে পুড়ে যায়। এতে তাদের বাড়ী ঘর আগুনে পুড়ে তারা ব্যাপক ক্ষতিগস্থ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *