9:11 AM, 13 November, 2025

বরগুনার বেতাগীতে ৫শত পরিবার মাঝে সাবেক ছাত্রলীগ নেতা শিপন এর খাদ্য বিতরণ

IMG_20200505_124957

বরগুনায় বেতাগীতে অসহায় কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে দাড়ালেন সাবেক ছাত্রলীগ  নেতা আমিনুল ইসলাম শিপন। বেতাগী উপজেলায় করোনার প্রভাবে কর্মহীন, অসহায়, দুস্থ  ৫ শতাধিক পরিবার এর মাঝে চাল, চিরা, ছোলাবুট, খেজুর, আলু, সাবান, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন

আজ মঙ্গলবার (৫ই মে) সকালে বরগুনার বেতাগী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ  থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়। স্থানীয় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্ধের সমন্বয়ে এ ত্রাণ সহায়তা পৌছে দেওয়া হয় কর্মহীন মানুষের হাতে।

সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম শিপন মোবাইল ফোনে দেশেরবার্তা২৪ ডটকমকে জানান, এখানকার অধিকাংশ মানুষ এখন করোনার প্রভাবে কর্মহীন। তাই আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি এই কর্মহীন মানুষের পাশে দাড়ানোর।

উল্লেখ্য আমিনুল ইসলাম শিপন বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের উপ কমিটির সদস্যর দায়িত্ব পালন করছেন। এর আগে বাংলাদেশ ছাত্রলীগের সহ সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *