প্রতিহিংসার আগুনে পাকা সড়কে দাউ দাউ করে জ্বলছে খড়ের গাদায় আগুন

প্রতিহিংসার আগুনে পুড়লো পাকা সড়কে খেড়ের গাদা/বনের টাল। আজ রবিবার বিকেল বেলায় হঠাৎ করে দাউ দাউ করে জ্বলতে থাকে পাকা সড়কের পাশে খেড়ের টাল। ক্ষতিগ্রস্তের পাশের বাড়ির এক নারীর চিৎকারে ছুটে আসে লোকজন। পুরো টালে আগুন ছড়িয়ে পড়ায় কাছাকাছি পানি না থাকায় আগুন নিবানো সম্ভব হয় নি।
ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের গাবরগাও গ্রামে।
আজ রবিবার (৪মে ) বিকেলে ইউনিয়নের গাবরগাও গ্রামে দরিদ্র কৃষক মোঃ আব্দুল মিয়ার খেড়ের টালে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রতিহিংসা দেয়া আগুনে পুড়ে যাওয়া ধানের খেড় (নেড়া) গরু খাবারের জন্য ক্ষতি হয়েছে বলে কান্নায় ভেঙে পড়েন আব্দুল মিয়া ছেলে মোঃ জুয়েল।
ক্ষতিগ্রস্থ আব্দুল মিয়া জানায়, বরিবার সকালে পাকা রাস্তায় ধানের খেড় রোদে শুকানোর জন্য দিয়ে বিকালে শুকালে রাস্তার পাশে টাল দিয়ে বাড়ী চলে যাই। বিকেলে সড়কের পাশের বাড়ির এক মহিলা প্রকৃতির ডাকে বাইরে বেরিয়ে খেড়ের টালে আগুন জ্বলতে দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন তাৎক্ষণিক গিয়ে আগুন নিয়ন্ত্রন আনার আগেই খেড়ের টাল পুড়ে যায়। আগুন ভয়াবহ আকার নেয়ায় নিভানো সম্ভব হয়নি। প্রতিহিংসার বসে আর্থিক ক্ষতি করার জন্য এ আগুন ধরিয়ে দেয়া হয়। এতে ২০ শতক জমির বন/ খড় পুড়ে যায় বলে জানা যায়।
