11:30 PM, 12 November, 2025

গাইবান্ধায় জলবায়ু পরিষদের সাইকেল র‌্যালী ও স্মারকলিপি প্রদান

Gaibandha PHOTO-03

সারোয়ার কবির মজনু
গাইবান্ধা থেকেঃ

……………………………………
গাইবান্ধায় জলবায়ুর বরাদ্দ বৃদ্ধি, স্বচ্ছতা ও অংশগ্রহণ বৃদ্ধির দাবিতে গাইবান্ধা জলবায়ু পরিষদের আয়োজন ও অর্থায়নে গতকাল বুধবার সদর উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য সাইকেল র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদান পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জলবায়ু পরিষদের জেলা সদস্য সচিব অ্যাড. জিএসএম আলমগীর, সদস্য আকরামুল হক রাঙ্গা, সুজন প্রসাদ, তামজিদুর রহমান তুহিন, রণজিৎ বর্মন, মোসাদ্দেকুল ইসলাম আদনান, শাহজাহান আলী, ভলান্টিয়ার আনোয়ার হোসেন, দিদারুল ইসলাম, হৃদয় মিয়া, ফাইম হোসেন, তিন্নি ইসলাম, সোহাগ বাবু, এশা আকতার, পূজা মহন্ত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *