11:29 PM, 12 November, 2025

গাইবান্ধায় করোনায় ডাক্তার ও পুলিশের এসআই সহ নতুন করে ৪ জনসহ মোট ২৩ জন আক্রান্ত

gai korona news 3

গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় রোববার করোনা ভাইরাসে নতুন করে এক ডাক্তার ও এক পুলিশের এসআইসহ চারজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩ জন। এরমধ্যে একজন মারা গেছে। করোনা ভাইরাসে আক্রান্ত একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি ২১ জন গাইবান্ধা সদর হাসপাতালসহ বিভিন্ন আইসোলেসনে রয়েছে।

আক্রান্ত ডাক্তার গাইবান্ধা সদর হাসপাতালে কর্মরত ও তার বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নে। আক্রান্ত পুলিশের এসআই গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত ও তিনি গোবিন্দগঞ্জ পৌর শহরে বসবাস করেন। এছাড়া গোবিন্দগঞ্জ পৌর শহরের মহিলা কলেজ এলাকার বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে কর্মরত ডাক্তার আকন্দের ৯ বছরের ছেলে আক্রান্ত হয়। আরেকজনের বাড়ি গাইবান্ধার সদর উপজেলায়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে আরো জানা যায়, জেলায় গত ২৪ ঘন্টায় করোনা সন্দেহে ৫০ জন বৃদ্ধি পেয়ে কোয়ারেন্টাইনে রয়েছে ৮৪৮ জন ॥ ছাড়পত্র পেয়েছে ৯৫ জন । চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ২০, গোব্দিন্দগঞ্জে ১৭৪, সদরে ১১৬, ফুলছড়িতে ১৭৮, সাঘাটায় ২০৩, পলাশবাড়ীতে ২৭, সাদুল্যাপুর উপজেলায় ১৩০ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১ জন রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *