নবাবগঞ্জে কালভার্টের পাশ থেকে সার্জিক্যাল তুলাদিয়ে মোড়ানো নবজাতক উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে কালভার্টের পাশ থেকে সার্জিক্যাল তুলাদিয়ে মোড়ানো অবস্থায় নবজাতক জীবিত একটি মেয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্তমানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের তত্বাবধায়নে রয়েছেন। শনিবার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের লাঠিদাম গ্রামের দক্ষিণ পাশে কালভার্টের পাশ থেকে ওই শিশুটি উদ্ধার করা হয়। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতদিয়ে ওই এলাকার ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.হারুনুর রশিদ বলেন, শনিবার বিকালে ভাদুরিয়া ইউনিয়নের লাঠিদাম মাঠ থেকে কাজ শেষে কবিরুল ইসলাম নামে এক ব্যক্তি বাড়ি ফিরছিলেন। পথে কালভার্টের পাশে একটি শিশুর কান্নাশুনতে পান তিনি। ওই শিশুটিকে উদ্ধার করে ভাদুরিয়া বাজারের ডা.আতিয়ার রহমান নামের এক ব্যক্তির কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমার বাড়িতে রাখা হয়। পরে রাত সাড়ে আটটার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহারের কাছে ওই শিশুটিকে হস্তান্তর করা হয়।
তিনি বলেন, শিশুটি উদ্ধারের সময় সার্জিক্যাল তুলা দিয়ে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে শিশুটির বয়স এক দিনে মত হবে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান কালের কণ্ঠকে বলেন, নবজাতক একটি জীবিতশিশু উদ্ধারের বিষয়টি শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার বলেন, উদ্ধার হওয়া জীবিত নবজাত এখন সুস্থ রয়েছেন। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে নিজের হেফাজতে রাখা হবে। যদি কেহ নিতে চায় তাহলে আইন অনুযায়ী তাঁর কাছে হস্তান্তর করা হবে।
