গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে গ্রামপুলিশদের মাঝে উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরন

করোনা ভাইরাস কোভিড ১৯ ক্রান্তিকালে ও পবিত্র মাহে রমজান উপলক্ষে গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশের নিজস্ব অর্থায়নে গাইবান্ধা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ লাইন মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম গ্রামপুলিশ সদস্যদের মাঝে উপহার হিসাবে এই খাদ্য সামগ্রী বিতরন করেন। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবণ ও সয়াবিন তৈল।
এসব খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও গণমাধ্যম কর্মীরা।
