12:50 AM, 13 November, 2025

বরগুনায় সুস্থ হলেন আরও ৪ জন করোনা রোগী

sm mehedi_20200429_173419

বরগুনায় আরও ৪ জন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী  সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য বিভাগ পুলিশের সহায়তায় বাড়ি পৌঁছে দেয় তাদের।

হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার সোহরাব হোসেন দেশেরবার্তা ২৪ ডটকমকে জানান, এসব ব্যক্তিরা ঢাকার বিভিন্ন স্থান থেকে করোনা আক্রান্ত হয়ে বরগুনায় আসেন। পরে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসলে তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠালে তাদের করোনা রেজাল্ট পজেটিভ আসে। এরপর ওই ৪জন বরগুনা সদর হাসপাতালের আইসোলেশনে ছিলেন। তাদের  অবস্থার উন্নতি হলে দু’বার নমুনা সংগ্রহ করে পাঠালে তাদের করোনা রেজাল্ট নেগেটিভ আসে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *