12:51 AM, 13 November, 2025

গাইবান্ধায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত  ১৯ জন সুস্থ হয়েছেন ৩ জন আর মৃত্যুবরণ করেছেন  ১ জন

IMG_20200429_191308

করোনা ভাইরাস কোভিড ১৯ সংক্রমনকালীন সময় দিন বাড়ার সাথে সাথে সারা দেশের ন্যায় গাইবান্ধাতেও করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। আজ বুধবার ২৯ এপ্রিল এখন পর্যন্ত উত্তরের ছোর্ট এ জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন, মৃত্যু বরণ করেছেন ১ জন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন। গেল ২৪ ঘন্টায় নতুন করে হোমকোয়ারেন্টাইন করা হয়েছে ৮৪ জনকে, ছাড় পত্র পেয়েছেন ৩০২ জন আর হোমকোয়ারেন্টাইনে রয়েছেন ১১৪৬ জন। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হয়নি তবে ছাড়পত্র পেয়েছেন ৩৬ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ১ জন। আর করোনায় আক্রান্তদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও সদর হাসপাতালের পাথলজী ল্যাবের একজন টেকনিশিয়ান রয়েছেন বলে নিশ্চিত করেছেন গাইবান্ধা সিভিল সার্জন ডা. এ.বি.এম আবু হানিফ।

অন্যদিকে জেলা হতে আবারো ঢাকামূখী ফিরছে ঢাকা ফেরত বিভিন্ন পেশার মানুষ। জেলা পুলিশ ও প্রশাসন শতও চেষ্টা করেও এদের গতিপথ রোধ করতে পারছেনা তারা বিভিন্ন কৌশলে পাড়ি জমাচ্ছে ঢাকার পথে। রাতে বাধা পাওয়া যাত্রী বাহি বাস সকালে যায় আর সকালে বাধা পাওয়া বাস রাতে সুযোগ মতো সময়ে যায়। প্রথম হতে একটু সামাজিক দুরত্ব মানলেও এখন আর সামাজিক দুরত্ব মানছে না মানুষ এতে সামাজিক দুরত্ব অনেকটাই মুখ থুবরে পড়েছে। তবে প্রয়োজনীয় দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *