নবাবগঞ্জে এক নারীর মৃত্যু-করোনা সন্দেহে নমুনা সংগ্রহ

দিনাজপুরের নবাবগঞ্জে জাহানারা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সে উপজেলার বিনোদনগর ইউনিয়নের বাগানপাড়া গ্রামের মৃত্যু আজিজুল হকের মেয়ে । সোমবার সকালে উপজেলার রামপুর বাজারে ভাড়া বাড়িতে সে মৃত্যু বরন করেন। বাড়ির মালিক মোঃ আজিজার রহমান বলেন, জাহানারা বেগম ৫ দিন আগে আমার বাসা ভাড়া নেয় , তার সাথে এক বছরের একটি ছেলে সন্তান নিয়ে আমার বাসায় ভাড়া থাকে । আজ সকালে ঐ মহিলার ছেলেটি কান্নাকাটি শুনে আমার স্ত্রী ঘরে গিয়ে দেখেন ছেলেটি কান্নাকাটি করছে আর জাহানার শুয়ে আছে নড়াচড়া করছে না। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী দুপুরে থানা পুলিশ কে সংবাদ দেয় । সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের নিকট ঘটনা শুনে পুলিশ করোনা সন্দেহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানায়।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শাহাজান আলী বলেন, আমরা ঐ মহিলার নমুনা সংগ্রহ করেছি রির্পোট আসলে জানা যাবে। মহিলার লাশ দাফন করা জন্য পরিবারের নিকট হস্তানতর করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনজার্চ (ওসি)অশোক কুমার চৌহন ।
