12:53 AM, 13 November, 2025

মানিকগঞ্জে নারী চিকিৎসকসহ ৩ জন করোনায় আক্রান্ত

Manikganj-hospital-2003110934

মানিকগঞ্জে নারী চিকিৎসকসহ ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৫ জন।
আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।
ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, আক্রান্তদের মধ্য একজন নারী চিকিৎসক রয়েছেন। তিনি সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। অন্য দুজন একই পরিবারের। তাদের বাড়ি মানিকগঞ্জ জেলা শহরের দাশড়া এলাকায়। ওই পরিবারের এক নারী কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।
আক্রান্ত সকলেই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাদের সংস্পর্শ আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরীক্ষায় ৩ জনের পজেটিভ আসে এবং বাকিদের নেগেটিভ আসে। এ পর্যন্ত জেলায় ৫৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে।
উল্লেখ্য, এ নিয়ে মানিকগঞ্জে ৩ জন চিকিৎসক করানায় আক্রান্ত হলেন। এদের মধ্যে ২ জন সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এবং একজন কর্নেল মালেক সরকারি মেডিকল কলেজের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *