কারিগরি শিক্ষায় জেলার শ্রেষ্ঠ সাফল্য অর্জন উপলক্ষে শ্রীমঙ্গলে ইউনাইটেড পরিবারের আনন্দ অনুষ্ঠান

মোঃ শাহিন আহমেদ
বিশেষ প্রতিনিধি মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইউনাইটেড কম্পিউটার পয়েন্ট এন্ড ট্রেনিং সেন্টার জানুয়ারী – জুন/ এপ্রিল- জুন ২০১৯ ইং সেশনে শতভাগ পাশ সহ ৯০% জিপিএ-৫ অর্জন করে যা মৌলভীবাজার জেলার এই বছরের সেরা সাফল্য। এই আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে এবং নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ২৬/০৪/১৯ ইং তারিখ রোজ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় শ্রীমঙ্গলের মহসিন অডিটোরিয়াম হলে এক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে ইউনাইটেড পরিবার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুনবীর দশরথ স্কুল এন্ড কলেজের শিক্ষক দিপঙ্কর রায়, শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃশামীম মিয়া।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুমন দেব বর্মা এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির পরিচালক বিশ্বরাজ ধর পাপ্পু।
