2:17 AM, 13 November, 2025

ভোগডাঙ্গার দিনমজুর মফিজুলের মানবেতর জীবনযাপন

03

করোনা পরিস্থিতির কারণে কাজ না থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন দরিদ্র দিনমজুর মফিজুল। কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বানিরখামার গ্রামের এ বাসিন্দার অভিযোগ, তিনি এখনও পর্যন্ত কোনো ত্রাণ পাননি।

জানা গেছে, মফিজুল ইসলাম তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে কোনোরকমে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। তিনি সারাদিন অন্যের জমিতে কাজ করে সংসার চালাত। করোনা পরিস্থিতির কারণে কাজে যেতে পারছেন না তিনি। তার নিজের কোনো আবাদি জমিও নেই। এ অবস্থায় তার কোনো খোঁজ নেননি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাররা ।

মফিজুল কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘করোনাভাইরাসের কারনে কাজ নেই। সুদের উপরে টাকা নিয়ে কোনোরকমে ছেলে মেয়েদের নিয়ে খেয়ে না খেয়ে বেঁচে আছি। ভাগ্যে জোটে নি ভিজিডি কার্ড, রেশন কার্ড ও এাণ। সরকারে কাছে আকুল আবেদন আমার বাচ্চাদের যেন দেখে।’

এ ব্যাপারে কথা বলার জন্য ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমানকে ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *