3:44 AM, 13 November, 2025

ধামরাইয়ে বালিয়া ইউনিয়নে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

balia

করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন, দিন মজুর ও অসহায় হয়ে পড়া প্রায় ১১ শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদের ২ বারের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি আহম্মদ হোসেন।

আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরের দিকে ইউনিয়ন পরিষদ প্রঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসমাগ্রী বিতরণ করেন তিনি।

বিতরণকালে চেয়ারম্যান আহম্মদ হোসেন জানান, করোনা ভাইরাসের কারণে আমার ইউনিয়নে অনেক মানুষ কাজকর্ম করতে না পারায় বেকার হয়ে পড়েছে। এসব প্রতিটি অভাবী পরিবারের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।এ সময় তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রীমহল ইউনিয়নের মাদারপুর গ্রামের ও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মীর বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে আমাকে হেয় করার জন্য নানা যড়যন্ত্র করে চলেছে। দেশের এ ক্রান্তিকালে করোনা মোকাবেলায় ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *