সাদুল্যাপুরে গর্তে পড়ে শিশুর মৃত্যু

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুরে গর্তে পড়ে সোবাহান মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৭ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাশ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সোবাহান মিয়া তালুক হরিদাশ গ্রামের আল আমিন মিয়ার ছেলে।
স্বজনরা জানায়, সোবহান মিয়া সকালে বাড়ীর উঠানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ীর পাশের একটি গর্তে পড়ে যায়। দীর্ঘ সময় বাড়ীর লোকজন শিশু সোবহানকে খোঁজাখুঁজি করতে থাকে। এসময় গর্তে পানিতে শিশু সোবহানের মরদেহ ভাসমান অবস্থা দেখতে পায় তারা।
