12:31 AM, 13 November, 2025

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তিনদিনব্যাপী গাইবান্ধা জেলা ইজতেমা শেষ

istema

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠের বাজারের এবিএম ইটভাটা চত্বরে তিনদিনব্যাপী গাইবান্ধা জেলা ইজতেমা ২৭ এপ্রিল শনিবার বেলা ১১টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। তাবলীগ জামাতের (সাদ পন্থী গ্রæপের) উদ্যোগে এই জেলা ইজতেমার আয়োজন করা হয়।
তাবলীগ জামাত সুত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল বৃহস্পতিাবার আছরের নামাজ আদায়ের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু করেছেন ঢাকা থেকে তাবলীগ জামাতের মুরুব্বিরা। ২৭ এপ্রিল শনিবার প্রায় ১ লক্ষাধিক মুসুল্লির উপস্থিতিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই জেলা ইজতেমা শেষ হয়। এ উপলক্ষে ইজতেমা এলাকাসহ আশেপাশে এলাকায় জেলা ও উপজেলা প্রশাসন ও পলাশবাড়ী থানা পুলিশ ব্যাপক আইন-শৃংখলা বাহিনী নিরাপত্তায় রয়েছে। ইজতেমায় গাইবান্ধার সাত উপজেলা ছাড়াও অন্যান্য জেলা থেকে তাবলীগ জামাতের মুসল্লিরা ইজতেমা শুরু’র দুইদিন আগে থেকেই আসতে শুরু করে।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সী জানান, ইজতেমা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইজতেমা ময়দানে মোতায়েন করা হয়েছে ৩শ’ পুলিশ সদস্য, ৫ শতাধিক স্বেচ্ছাসেবক এবং সাদা পোষাকে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইজতেমায় পুলিশের একটি কন্টোল রুম রয়েছে ২৪ ঘন্টা পুলিশী সহায়তা পাবেন ইজতেমার মুসল্লিরা।