6:37 AM, 13 November, 2025

কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে গাইবান্ধায় ত্রাণের সাথে পুষ্টি সমৃদ্ধ সবজি বিতরণ কার্যক্রম শুরু

sobji news tarn

করোনা ভাইরাস সংক্রান্ত দুর্যোগে কর্মহীন ও দুঃস্থ মানুষদের মধ্যে মঙ্গলবার গাইবান্ধা জেলা ও উপজেলা পর্যায়ে চাল, ডাল, তেলসহ এখন থেকে পুষ্টি সমৃদ্ধ সবজিও বিতরণ করা হবে। কেননা করোনা ভাইরাসের প্রভাবে বাইরে থেকে কোন পাইকার না আসায় কৃষকরা তাদের সবজির ন্যায্য মূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। এতে বাধ্য হয়ে কম দামে সবজি বিক্রি করতে গিয়ে কৃষকরা তাদের উৎপাদন খরচও তুলতে পারছে না। সেজন্য কৃষদের উৎপাদিত সবজি বিক্রির অভাবে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় এবং কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় সে কারণেই পুষ্টি সমৃদ্ধ সবজি ত্রানের সাথে বিতরণ শুরু করা হচ্ছে।

উল্লেখ্য,গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পুটিমারী গ্রামের বঙ্গবন্ধু পদক প্রাপ্ত আদর্শ কৃষক মো: আমির আলীর সবজি বাগান পরিদর্শন কালে গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, সরকারি সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি উপজেলায় এসব কৃষকদের সবজি ক্রয়ের মাধ্যমে স্বাস্থ্যসম্মত ত্রান বিতরণ কার্যক্রম এখন থেকে জেলা ও উপজেলা পর্যায়ে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *