টাঙ্গাইলের ১২ উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহন

আল তুহিন আজাদ
জেলা প্রতিনিধি টাংগাইলঃ
টাঙ্গাইলের ১২ উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহন-টাঙ্গাইলটাইমস টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, মহিলা-ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান গণের শপথ গ্রহন আজ শনিবার ২৭ এপ্রিল সকাল ১০ টায় সেগুনবাগিচাস্থ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। শনিবার ২৭ এপ্রিল সকাল ১০ টায় ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলাসহ ঢাকা বিভাগের ৮টি জেলার ৫১ টি উপজেলার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানগনকে সকাল ১০ টায়, মহিলা-ভাইস চেয়ারম্যান গণকে সকাল ১১ টায়, ভাইস চেয়ারম্যান গণকে বেলা ১২ টায় শপথ বাক্য পাঠ করান।প্রথম পর্যায়ের শপথ গ্রহন অনুষ্ঠানে চেয়ারম্যানগণের শপথ গ্রহনকালে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি, অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার (সার্বিক) কে এম তারিকুল ইসলাম, স্থানীয় সরকার ঢাকা বিভাগের পরিচালক এম ইদ্রিস সিদ্দিকী, স্থানীয় সরকার ঢাকা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মুনিয়া চৌধুরী। শপথ গ্রহন শেষে চেয়ারম্যানগন পৃথক-পৃথক ভাবে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
