8:07 AM, 13 November, 2025

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ক্রিকেটারের মৃত্যু

20.04.2020-Manikgonj News Photo

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মানিকগঞ্জের সাবেক ক্রিকেটার বিল্টু মিয়া (৪৫)।
আজ সোমবার(২০.০৪.২০ইং) সকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কালিবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বলেন, বিল্টু মিয়া দৌলতপুর থেকে মোটরসাইকেল চালিয়ে মানিকগঞ্জে ফিরছিলেন। ভোর ছয়টার দিকে কালিবাড়ী এলাকায় আসলে তার মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিল্টু মিয়া মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিল্টু মিয়া বর্তমানে ফারুক এটারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। প্রতিষ্ঠানের বকেয়া টাকা আদায় করতে তিনি দৌলতপুর গিয়েছিলেন। দুর্ঘটনার সময় তার পকেটে আদায় করা এক লাখ ৪৫ হাজার টাকা ছিল। পুলিশ ওই টাকা উদ্ধার করেছে।

বিল্টু মিয়া নব্বুইয়ের দশকে মানিকগঞ্জের ক্রিকেটার ছিলেন। তিনি জেলা ক্রিকেট দলের হয়ে দীর্ঘদিন বিভিন্ন জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে কৃতিত্ব দেখিয়েছেন। এছাড়া, তিনি স্থানীয় ক্রিকেট ক্লাব-কুলফা গোষ্ঠীর নিয়মিত খেলোয়ার ছিলেন।

তার অকালমৃত্যুতে শোক জানিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কুলফা গোষ্ঠীর সভাপতি এ এম নাঈমুর রহমান দুর্জয় ও মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদব কুমার সাহাসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *