3:29 AM, 13 November, 2025
received_255715792140911

পঞ্চাবস্থা
-মোঃ কামরুজ্জামান বাবু

(ক)
আজ আমাদের প্রাণের দরোজা বন্ধ
বন্দী প্রাণের ভ্রমর
বন্দী খাঁচায় বন্দী পাখির মতো কাতরাই প্রতি প্রহর।
কাতরানো থেমে যাবে যখন তখন
থামবে অমোঘ ঘোর
তখন অচ্ছুৎ হয়ে যাব আমরা, স্থান হবে অচেনা গণকবর।

আপনরাও পাশে থাকে না, আত্মায় মরে গেছে আদর
কিছুদিন আগেও ছিল সব,আজকাল নেই খোঁজ খবর।
পিতা-মাতার লাশ কাধেঁ, সন্তান মাড়ায় না পথের পাঁজর
নির্মমতার সাক্ষী হচ্ছে প্রতিটা দিন, হবে ইতিহাসের অক্ষর।।

(খ)
জরিনার পেটে খাবার নেই, টাকা নেই পরনে ছেঁড়া কাপড়
ক্ষুধার যন্ত্রণায় চোখের জল আর আসেনা হয়ে গেছে পাথর।
কোন এক লোক খাবার নিয়ে এলো তার ভাঙা দরোজার পর
ছবি না তুলতে হাতজোড়ে মেলেনি কিছুই, শূন্যতায় থাকে উদর।

না খেয়ে থেকেছে দিনের-পর-দিন, সন্তানেরা কান্নায় কাতর
কারো বাসায় কাজও মেলে না, বেরোনোই তার শাপেবর।
ভিক্ষে করার ইচ্ছে নেই তার, আত্মসম্মানবোধ ভীষণ প্রখর
কতই তো মরছে মানুষ, সম্মান সম্ভ্রম থাকুক মরার পর।।

(গ)
পৃথিবীটা আজ গোটা একটা গ্রাম বাসযোগ্য এক একটা ঘর
কেউ ছুটছে বাঁচাতে,কেউ বাঁচতে
কেউ কাঁদছে সারাটাক্ষণ ভর।
বাঁচায় যারা তারাও মরে,তাদের জন্য উহু শব্দটাই তো স্বর্ণস্বর
আজ সত্যিই মানুষ বলতে আছে কিছু অন্যের ভাবনায় বিভোর।

নিজেরাই মৃত্যুদূতকে কাছে টানি, আমরা শিক্ষিত নিরক্ষর
কতো শতো মানুষ রাস্তায় রাস্তায় হুশিয়ার করে দিনভর।
তাতে কি-ই বা আসে যায়, ওরা এসবই করে, ওরা যে অবসর
আমরা সত্যিই বিকিয়েছি সত্ত্বা, শিক্ষা, নিজেই হারিয়েছি কদর।।

(ঘ)
মায়ের একটু হাঁচি -কাশি
সর্দির সাথে হালকা খানিক জ্বর
ছেলেরা তার উপযুক্ত বড্ডো, রেখে গেছে রাস্তার উপর।
একটা মায়ের চিত্র দেখেছি, কেউ দেখেনি মানচিত্রের পর
খণ্ড খণ্ড রক্তক্ষরণের ছোপ ছোপ দাগে রক্তাক্ত আঁচর।

একটা বাবা গেঞ্জিতে ফুটপাতে বসে, দৃষ্টি তার থরথর
আশায় আছে, সন্তানেরা তার আসবেই, নিয়ে যাবে ঘর।
ভাঙা চশমায় পথ চেনে না, দেখে না ভালো তবু, প্রখর নজর
অচেনা দুটো ছেলে কলা রুটি দিল -আজ নিজের আপনই পর।।

(ঙ)
আমাদের দেশে আছে অনেক মানুষ, অক্ষয় আবার অমর
মৃত্যু ওদের ছুঁতে পারে না, পারবেও না ওরা যে আজ অজর।
তাইতো ওরা টনের টন চাল, ডাল সব করছে চুরি, নেই ভয় ডর
কে কী করবে? কে কী বলবে?
ওদের ভাবনায় এসব তুচ্ছতর।

কাদের খাবার করছে চুরি, কাদের হকে ওরা লোভাতুর
জানে কি ওরা? সময় চেনেনা ধনী-গরীব কিংবা সাধু হুজুর।
চোরের দল পাহারা দেয় চুরির সম্পদ
নেই ঘরের খবর
স্রষ্টা জানে,ওরা জানেনা,তার প্রিয়জন মরণ যন্ত্রণায় কাতর।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *