রাণীশংকৈলে ৭ বছরের শিশু করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপলোয় সর্বপ্রথম একজন ৭ বছরের শিশু করোনায় আক্রান্ত হয়েছে।
হাসপাতাল তথ্যমতে, করোনায় আক্রান্ত শিশু উপজেলা হোসেনগাঁও ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সোয়া সাতটায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মোঃ মাহফুজার রহমান সরকার।
রাণীশংকৈল উপজেলা টিএইচএ ও পঃ পঃ কর্মকর্তা ডা: আব্দুস সামাদ চৌধুরী জানান, উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাটগাঁও বাশবাড়ী গ্রামের ৭ বছর বয়সী এক মেয়ের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে।
মেয়েটি গত ১৩ এপ্রিল জ্বর সর্দি শারীরিক অসুস্থতা নিয়ে শিশু ও তাঁর দাদী রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসলে, আউটডোরে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল কর্তৃপক্ষ শিশু ও তার দাদীর নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল হাসপাতালে পাঠালে ১৭ এপ্রিল তার নমুনায় পজেটিভ রেজাল্ট আসে এবং তাঁর দাদীর নেগেটটিভ রেজাল্ট আসে। মেয়েটিকে আইসোলেশনে নেওয়ার প্রক্রিয়া চলছে।
