8:00 AM, 13 November, 2025

ছদ্দবেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থদন্ড

Untitled-1-copy-42

প্রশাসনের গাড়ির শব্দে দোকানের ঝাপ ব্ন্ধ, গাড়ি পালালে দোকান খোলা এই কৌশলকে রোধ করতে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (১৫ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁওয়ের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা ছদ্দবেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলায় সরকারি নির্দশনা না মেনে ৫ টার পর দোকান খোলা রাখা রোধে, ছদ্দবেশে মোটরবাইক নিয়ে হঠাৎ নেকমরদ বাজারে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ সাহা। সেখানে ১ টি টিন, পিলার ও গ্যাস সিলিন্ডারের দোকান খোলা অবস্থায় পায়। পরে পুলিশ ডেকে ঐ দোকানদারকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেন।

এদিকে দঃ সন্ধ্যারই সাত ভাইয়ের মার্কেটের কাছে একই কৌশলে ১ টি কীটনাশকের দোকানে ৩ হাজার টাকা অর্থদন্ড করেন। অপরদিকে মীরডাঙ্গী মাঠে সামাজিক দূরত্ব বজায় না রেখে আড্ডা দেওয়ার অপরাধে একজন মোটরসাইকেল আরোহীকে ৫ শত টাকা অর্থদন্ডসহ তিনটি মামলায় মোট ১৩ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহোযোগিতা করেন বরেন্দ্র উপ- সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ ও থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *