কিশোরগঞ্জের কালটিয়ায় ব্যাবসায়ীর উপর সন্ত্রাসী হামলা আটক ৪


কিশোরগঞ্জ সদর উপজেলার কালটিয়ায় মিজানুর রহমান রাসেল নামে এক ব্যাবসায়ীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় কিশোরগঞ্জ সদর থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।
জানা যায়,করোনা ভাইরাসে দেশের এমন ভয়াবহ সময়েও সোমবার (৬এপ্রিল) সকাল ৭ টায় কিশোরগন্জ সদর উপজেলার কালটিয়া গ্রামের কালটিয়া সরকারি প্রাইমারি স্কুলের পাশ্ববর্তি বাড়ির মিজানুর রহমান রাসেল কালটিয়া বাজারের একজন বিশিষ্ট ব্যাবসায়ী। পূর্ব শত্রুতার জেরে কতিপয় সন্ত্রাসী রশিদ গং ও তার বাহিনীর বখাটে আশিক,বাবলু ও মূসা ও তাদের বাহিনীর ১০ /১২ জন মিলে অর্তকিত হামলা চালিয়ে মিজান সহ তার পরিবারের লোকজনকে গুরুতর আহত করে। মিজানকে গুরুতর আহত অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
বর্তমানে রাসেল গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় জড়িত থাকায় কিশোরগন্জ সদর মডেল থানা পুলিশ সন্ত্রাসী মূসা, রশিদ, বাবলু ও আশিক কে গ্রেফতার করেছে।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলকাবাসী ও যুব সমাজ। সেই সাথে দৃষ্টান্তশূলক শাস্তি দাবি জানান, সমাজসেবক আল-আমিন, সুলতান আকন্দ সহ টুটিয়ারচর গ্রামের যুব সমাজ।