11:31 PM, 12 November, 2025

টাংগাইলের দেলদুয়ারে সড়কে ডাকাতি

received_263351874617838
মোঃআল তুহীন আজাদ 
জেলা প্রতিনিধি টাংগাইলঃ
…………………………………..
টাঙ্গাইলের দেলদুয়ারে ডাকাতির  ঘটনা ঘটেছে। ডাকাতরা বেসরকারীএনজিও প্রতিষ্ঠান ব্রাক কালিয়াকৈর শাখার ব ম্যানেজারকে কুপিয়ে মোটরসাইকেলসহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় দেলদুয়ার-পাকুল্যা সড়কের রত্নাউরী নামক স্থানে। জানা যায়, আহত ব্র্যাক ম্যানেজার নাগরপুর উপজেলার আলোকদিয়া গ্রামের মৃত জুরান আলীর ছেলে মিজানুর রহমান (৫০) তার নিজ কর্মস্থল কালিয়াকৈর যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে একদল ডাকাত তার ওপর হামলা চালায়।প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে মারাত্মক আহত করে ধানক্ষেতে ফেলে রেখে মোটরসাইকেলসহ সঙ্গে থাকা ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে চলে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
জানা যায়, এই সড়কে অহরহ ডাকাতির ঘটনা ঘটে থাকে। উপজেলাবাসীর কাছে আতঙ্কের নাম -দেলদুয়ার-পাকুল্যা সড়ক। উপজেলাবাসী বিশেষ প্রয়োজন ছাড়া রাতের বেলায় এই সড়কে যাতায়াত করেন না।বিশেষত মধ্যরাতে ও ভোররাতের দিকে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে এই সড়কে। রাতে ১০টার পর ডাকাত আতঙ্কে এই সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। রাতে দেলদুয়ার থানা পুলিশ ডাকাতি এড়াতে টহল পুলিশের ব্যবস্থা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *