শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি’র ১৩তম ইভেন্ট “রঙিন সপ্ন, আলোকিত বাংলাদেশ-২” সম্পন্ন:

মোঃ শাহিন আহমেদ বিশেষ প্রতিনিধি মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে
২৫/০৪/১৯ ইং বৃহস্পতিবার বিকাল বেলা ৩ ঘটিকায় শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি’র স্কুল শিক্ষার্থী ভিত্তিক ১৩তম ইভেন্ট “রঙিন সপ্ন,আলোকিত বাংলাদেশ-২”সম্পন্ন হয়।
ইভেন্টের মধ্যে ছিল প্রাথমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ইভেন্টের সমাপনী পর্বে ছিল আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ এবং ৭৫ জন দরিদ্র শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ।
উক্ত সমাপনী অধিবেশনে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃশামীম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাদির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ভূমি অফিসার জনাব সাহিদুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ইসমাইল মাহমুদ,ট্রুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের এ.এস.আই নোয়াব আলী,শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক মামুন আহমেদ এবং শ্রীমঙ্গল সরকারী শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক মুনতাকা চৌধুরী।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি অনুজ কান্তি দাশ,শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পরিচালক মো:শামীম আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ আহমেদ।
উল্লেখ্য যে,শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি ২০১৪ সালের ২৩ জানুয়ারি প্রতিষ্ঠা লাভের পর থেকে বিভিন্ন সমাজ সেবা মূলক কর্মকান্ড চালিয়ে যাবার পাশাপাশি স্কুল ভিত্তিক ইভেন্ট আয়োজনের মাধ্যমে এই পর্যন্ত মোট ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দিতে সক্ষম হয়েছে।
