ভারত থেকে ফিরে কোয়ারেন্টাইনে মোশাররফ করিম

ভারতের কলকাতায় ‘ডিকশনারি’ নামে একটি ছবিটির শুটিং করে গত সোমবার ঢাকায় ফিরেছেন অভিনেতা মোশাররফ করিম। দেশে ফিরে কোন শুটিংয়ে অংশ নিচ্ছেন না তিনি। জানালেন হোম কোয়ারেন্টাইনে আছেন এ তারকা।
বৃহস্পতিবার একটি নাটকের শুটিংয়ে অংশ নেয়ার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে শুটিং বাতিল করেন তিনি।
অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘আজ ও আগামীকাল শুটিং ছিল, বাতিল করেছি। এই মুহূর্তে শুটিংয়ে অংশ নেয়া ঠিক হবে না। ঘরে থাকছি। কাজ ছাড়া বের হচ্ছি না। বের হলেও মাস্ক ব্যবহার করছি। তা ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসব নির্দেশনা দেয়া হয়েছে, সেগুলো মেনে চলছি।’
মোশাররফ করিম বলেন, ‘যত দূর জানি, কলকাতায় এখনো কেউ এই ভাইরাসে আক্রান্ত হননি। এরপরও সেখানে সব সময় সচেতন ছিলাম। হোটেলে প্রবেশের আগে প্রতিবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে হয়েছে। প্রতিনিয়ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেছি। সেখানে সবাই খুব সচেতন। এই সতর্কতাটা খুবই ভালো লেগেছে। আমাদেরও সচেতন হওয়া উচিত। আমরা একটু সতর্ক হয়ে এই ভাইরাসটি প্রতিরোধ করতে পারি।’
উল্লেখ্য, দেশে সব মিলিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ভাইরাসে মারা গেছেন একজন।
