11:32 PM, 12 November, 2025

বরগুনা প্রেসক্লাবে আ.লীগ মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

FB_IMG_1553699335590

এইচ. এম. রাসেল,

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

………………………………………..

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নৌকা মার্কার বিরুদ্ধে কতিপয় দলীয় নেতৃবৃন্দের ষড়যন্ত্র প্রসঙ্গে আজ বুধবার সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আমতলী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জি এম দেলোয়ার হোসেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিএম দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, আমতলী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আমতলী ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান ষড়যন্ত্রের মাধ্যমে সরাসরি নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিদ্বন্দী প্রার্থী শামসুদ্দিন আহম্মেদ উদ্দিন আহমেদ ছজুর ঘোড়া মার্কার সমর্থনে মিছিল মিটিং গণসংযোগসহ ভোট দাবি করেছেন।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারী চক্রের মধ্যে আরও রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য গুলিশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আঠারোগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান হারু অর রশিদ, কুকুয়া ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম ও নব্য আওয়ামীলীগের আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নূরুল হক তালুকদার।

জিএম দেলোয়ার হোসেন লিখিত বক্তব্যে আরও বলেন, নির্বাচন শুরুর দিকে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন। তারা আমার কাছে নির্বাচনী খরচের জন্য ২ কোটি টাকা দাবী করেছেন। আমি তাদের টাকা দিতে না পারায় তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমার প্রতিদ্বন্দী প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন। এমনকি ‘শেখ হাসিনার সালাম নিন ঘোড়া মার্কায় ভোট দিন’ শ্লোগানও দিচ্ছেন নৌকার বিপক্ষে অবস্থান নেয়া নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *