1:27 PM, 13 November, 2025

চীনা নাগরিকসহ ৩৪ জন গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে

gaibnadha 18

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ করোনা ভাইরাসকে কেন্দ্র করে গাইবান্ধার বিভিন্ন স্থানে বিদেশ থেকে আসা ব্যক্তিদের উপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে। আগত ওইসব ব্যক্তিদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। গাইবান্ধা জেলায় চীনা ৪ নাগরিকসহ ৩৪ জন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যার মধ্যে সুন্দরগঞ্জ উপজেলায় রয়েছেন ১৬ জন । কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা বিদেশ ফেরত প্রবাসী।

সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানান, আজ ১৮ মার্চ বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিদেশ ফেরত ৩৪ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা যাতে নিয়মের বাইরে না চলে সেজন্য তাদের উপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে। তিনি বলেন, বৃহস্পতিবারের মধ্যে এ সংখ্যা আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *