12:31 AM, 25 October, 2025

পলাশবাড়ী থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধিকল্পে উঠান বৈঠক

palashbari thana news

গাইবান্ধা জেলা প্রতিনিধি:
জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের নির্দেশে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশের উদ্যোগে অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকল্পে ও মাদক,সন্ত্রাস, বাল্য বিয়ে সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনতা ও পুলিশের করনীয় বিষয়ের উপর গুরুতারোপ করে উপজেলা জুড়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ মার্চ বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী উপজেলার পৌর শহরের গাইবান্ধা বাসষ্ট্যান্ড এলাকায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান,থানার সেকেন্ড অফিসার এসআই নুরআলম, এস আই আব্দুর রাজ্জাক, এস আই হাসানুর, এ এস আই ফজলুল, সাংবাদিক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

বক্তারা, করোনা ভাইরাস নিয়ে আতংঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান। সেই সঙ্গে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনতা ও পুলিশের করনীয় বিষয় গুলো তুলে ধরেন।