আমতলীতে ঝুঁকিপূর্ণ বেইলী ব্রিজ, বিকল্প ব্রীজ নির্মাণে দাবি এলাকাবাসীর

এইচ. এম. রাসেল,
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা আমতলীতে ঝুঁকিপূর্ণ বেইলী ব্রিজ দিয়ে প্রতিনিয়তই যাতায়াত করছে আমতলী ও তালতলী দুইটি উপজেলার জনসাধারণ। কিছুদিন পর পর দায়সারা জোড়া দিলেও তা বেশিদিন টিকে না। তাই বিকল্প ব্রীজ নির্মাণে রয়েছে দীর্ঘদিনের দাবি।
আমতলী উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে আমতলী ও তালতলী উপজেলার সংযোগ সড়কের আড়পাঙ্গাশিয়া নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বেইলি ব্রীজ নির্মাণ করে। ওই ব্রীজ দিয়ে তালতলী ও আমতলী উপজেলার প্রায় দুই লক্ষ মানুষ ও যানবাহন চলাচল করে। প্রতিদিন ঢাকা গামী পরিবহন সহ ওই ব্রীজ দিয়ে মাদ্রাসা, স্কুল,কলেজগামী শিক্ষার্থীসহ প্রায় ৩০ হাজার মানুষ পারাপার হয়।
আমতলী উপজেলার আরপাঙ্গাসিয়া বাজারের পাশদিয়ে বয়ে যাওয়া নদীর উপর ১৯৯২ সালে নির্মিত বেইলি ব্রিজটি এখন মরণ ফাঁদ। সেতুর নিচে বালুর বস্তা, আবার নিচে কাঠ দিয়ে আটকানো। আবার বর্ষায় সেতুর ওপর কাদামাটি জমে অনেক সময় আটকে পড়ে যানবাহন। এ অবস্থা ঝুঁকি নিয়ে প্রতিদিন চলছে যানবাহন। ব্রিজটি কয়েক দফা মেরামত করলেও পুনঃনির্মাণের আশ্বাস বাস্তবায়ন হয়নি দীর্ঘদিনেও।
আরপাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়র কয়েকজন শিক্ষার্থী বলেন, এই ব্রিজ দিয়ে আসা-যাওয়া করতে আমাদের অনেক ভয় করে। স্কুলে যেতে বা নদী পারাপার হতে এটিই একমাত্র রাস্তা। তাই ঝুঁকি আর ভয় নিয়েই আমরা ব্রিজ পার হই।
আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম বলেন, ওই ব্রীজটি মেরামতের জন্য ইতিমধ্যে দরপত্র আহবান করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্রীজের কাজ শুরু হবে। তিনি আরো বলেন, ওই নদীর ওপরে পাকা ব্রীজ নির্মাণের জন্য ইতিমধ্যে মাটি পরীক্ষা ও টোকো সার্ভে করা হয়েছে। নকশার কাজ চলছে। নকশার কাজ শেষ হলে আগামী ছয় মাসের মধ্যে পাকা ব্রীজের কাজ শুরু হবে।
