মুজিববর্ষে বিসিবির সব আয়োজন স্থগিত

করোনাভাইরাস আতঙ্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পূর্বঘোষিত সব আয়োজন স্থগিত করা হয়েছে। ১১ মার্চ, বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মুজিব বর্ষ উপলক্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি-টোয়েন্টির ম্যাচ আয়োজনের কথা চিন্তা করেছিল বিসিবি।
এশিয়া একাদশের হয়ে ভারতের রিশাব পান্ত, কুলদীপ যাদব, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি, আফগানিস্তান থেকে রাশিদ খান, মুজিব উর রহমান, নেপাল থেকে সন্দ্বীপ লামিচানে, শ্রীলঙ্কা থেকে লাসিথ মালিঙ্গা ও পেরেরার খেলতে আসার কথা ছিল। ভারতের লোকেশ রাহুলের একটি ম্যাচ খেলতে আসার কথা ছিল। ভারত অধিনায়ক বিরাট কোহলিকে নিয়েও চলছিল আলোচনা।
আর বিশ্ব একাদশের হয়ে খেলতে ঢাকায় আসার কথা ছিল দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস ও লুঙ্গি এনগিডি। ওয়েস্ট ইন্ডিজ থেকে চারজন- ক্রিস গেইল, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড ও শেলডন কটরেল। ইংল্যান্ড থেকে তিনজন- অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো ও আদিল রশিদ। নিউজিল্যান্ড থেকে আছেন দুজন-রস টেইলর ও মিচেল ম্যাকলেনাগান।
এ ছাড়া আন্তর্জাতিক মানের কনসার্ট আয়োজনের কথা ছিল, যেখানে অংশ নেয়ার কথা ছিল অস্কারজয়ী সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ আর রহমানের।
