সিলেট পল্লী সমিতির আওতাধিন এলাকায় লোড শেডিং বলতে কিছ নেই

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৩৮৩তম মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১০ মার্চ সকাল ১১টায় সিলেট গোটাটিকরস্থ সদর দপ্তরে সমিতি বোর্ডের সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে বোর্ড সভা অনুষ্ঠিত হলে আলোচনা অংশ গ্রহন করেন সহ সভাপতি তাছলিমা সুলতানা, সাধারণ সম্পাদক নজনুল হক তাপাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ মেন্দি মিয়া। পরিচালকদের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানী বাজার উপজেলার পরিচালক হানিফ আহমদ, ওসমানীনগর উপজেলার পরিচালক এমাদাদুর রহমান, মহিলা পরিচালক মনিকাঞ্চন চৌধুরী, মিনতি রাণী বিশ^াস প্রমুখ। এ সময় কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট পল্লী সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী এস এম হাসনাত হাসান, আরইবির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, বিয়ানী বাজার জোনাল অফিসের ডিজিএম অভিলাষ চন্দ্র পাল, জকিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আবুল কালাম আজাদ, গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মামুন অর রশিদ, ওসমানী নগর জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ফয়জুল্লাহ, বিশ^নাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবির, ফেঞ্চুগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সনৎ কুমার ঘোষ, সিলেট পল্লী সমিতি-১ এর সদর দপ্তরের ডিজিএম (কারিগরি) প্রকৌশলী কামাল হোসেন, বালাগঞ্জ সাব জোনাল অফিসের এজিএম মোহাম্মদ আব্দুল বাতিন, এজিএম প্রশাসন মোহাম্মদ বেলাল হোসেন, বৈদুতিক উপদেষ্টা প্রতিষ্ঠান কেসিএল এর আরই ফখরুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন। বোর্ড সভায় সিলেট পল্লী সমিতি-১ এর আওতাধিন এলাকা দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিয়ানী বাজার, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, বিশ^নাথ, জকিগঞ্জ, ওসমানী নগর উপজেলার গ্রাহকদের কাঙ্খিতমানের সেবা প্রদান ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করনের বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন লোড শেডিং বলতে পল্লী বিদ্যুতে কিছু নেই। সিলেট পল্লী সমিতি-১ এর আওতাধিন এলাকা সম্পূর্ন লোড শেডিং মুক্ত। আগামীতে ও অবস্থান অব্যাহত থাকবে বলে বোর্ড সভায় জানানো হয়।
