6:49 PM, 13 November, 2025

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

IMG_20200310_214625

এম এ সাজেদুৃল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

“দূর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও  উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসের তাৎপর্য তুলে ধরে নবাবগঞ্জ সরকারী বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সম্পর্কে নবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালনায় অগ্নী নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও মহড়ায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ আমির হোসেন , প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ নাসিরুল ইসলাম,  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর এফএম মোঃ রফিকুল ইসলাম, লীডার মোঃ হযরত আলী, প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা , বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন শিক্ষক- শিক্ষার্থীসহ নবাবগঞ্জে কর্মরত এনজিও ল্যাম্ব,সিসিডিবির প্রতিনিধিগণ অংশ গ্রহন করেন।