1:58 AM, 13 November, 2025

গাইবান্ধায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর,চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

FB_IMG_1556114759284

আশরাফুল ইসলাম 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার সুখনগর এলাকা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল জামালপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে। চুরিকৃত মটর সাইকেল উদ্ধার করে, মোটর সাইকেলের মালিক কে মোটর সাইকেল টি বুঝিয়ে দেন সদর থানা অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার।
টানা কয়েকদিনের অভিযান শেষে বুধবার সকালে মোটরসাইকেলসহ আসামীদের নিয়ে গাইবান্ধায় ফেরে সদর থানা পুলিশের একটি টিম।
থানা সুত্রে জানা যায়, গত ১০ এপ্রিল এক পুলিশ সদস্যের তালাবদ্ধ ভাড়া বাসা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়ে যায়। পরে অভিযান চালিয়ে গত রবিবার সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট এলাকার নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে মতিয়ার রহমান ও জামালপুর থেকে সনি মিয়াকে গ্রেপ্তার এবং সনি মিয়ার গ্যারেজ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মতিয়ারের বাড়ী গাইবান্ধার সাঘাটা উপজেলায়।
সদর থানার ওসি খান শাহরিয়ার বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির একাধিক মামলা রয়েছে।