ঠাকুরগাঁয়ের গাঁজা সেবনের দায়ে দুই জনের কারাদণ্ড

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলায় আব্দুল মজিদ (৪৫) এবং আয়েজ (৫০) নামে দুই যুবককে গাজাঁ সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন । ৯ মার্চ সোমবার বিকাল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভূল্লী বাজারে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আব্দুল মজিদ এবং আয়েজ কুমারপুর বশির পাড়া গ্রামের বাসিন্দা । ভ্রাম্যমান আদালতের বিচারক ও ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গাজাঁ সেবনরত অবস্থায় আব্দুল মজিদ এবং আয়েজ কে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি আরও বলেন, মাদকমুক্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায়। প্রতিটি সচেতন নাগরিককে উদ্যোগ সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
