করোনা : সংস্পর্শে আসা ৪০ জন কোয়ারেন্টাইনে

দেশে ৪০ জন ব্যক্তিকে কোয়ারেন্টাইন করে রাখার কথা জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলাম। তারা সবাই করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে একজনের সংস্পর্শে ছিলেন। ৯ মার্চ, সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে স্বাস্থ্য সচিব এ তথ্য জানান।
এ সময় সচিব মো. আসাদুল ইসলাম জানান, করোনায় আক্রান্তদের মোবাইল ট্র্যাকিং করে বের করা হয় তারা কার সাথে মিশেছে, কোথায় গেছে, কোন বাজারে গেছে, কোন জায়গায় চা খেয়েছে। এরপর প্রথম আক্রান্তের সংস্পর্শে থাকা ৪০ জন ব্যক্তিকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।
সচিব আরো জানান, আমাদের এটা সম্পূর্ণ ডব্লিউএইচও প্রটোকল যে আমরা কাদেরকে ফার্স্ট প্রটোকল ধরবো, কাদেরকে এক্সটেন্ডেড প্রটোকল ধরবো, তাদেরকে কীভাবে কোয়ারেন্টাইন করবো, কীভাবে চিহ্নিত করবো সমস্ত ফলো করেই কিন্তু আমরা কাজ করছি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব।
এর আগে গত রবিবার দেশে প্রথমবার করোনায় আক্রান্ত তিনজন রোগী শনাক্তের কথা জানায় আইইডিসিআর। করোনা আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন ইতালি ফেরত এবং একজন দেশে ছিলেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। আক্রান্তদের বয়স ২৫ থেকে ৩৫ বছর। এদের মধ্যে দু’জন একই পরিবারের।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান ও ভারতে আগেই পৌঁছেছে করোনাভাইরাস। এর মধ্যে ভারতে এ ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি ধরা পড়েছে।
