11:45 AM, 13 November, 2025

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন সরকার – হুইপ গিনি

gini mp

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, স্বাধীনতার পর পরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেত্বতাধীন সরকার শিক্ষাকে সর্বার্ধিক অগ্রাধিকার দেয়ার পাশাপাশি প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং বিপুল সংখ্যক প্রাইমেরী স্কুল সরকারিকরণ করেন। তিনি বলেন, দারিদ্র নিরসনের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারও শিক্ষার প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তাই প্রতিটি শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে ‘শিক্ষিত প্রজন্ম’ হিসেবে গড়ে তুলতে সরকার সকল পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি রোববার গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৩নং সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন কালে এসব কথা বলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী, সদর উপজেলা প্রকৌশলী মো: আবুল কালাম আজাদ মোল্লা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হক মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো: পিয়ারুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: এমারুল ইসলাম সাবিন, বল্লমঝাড় ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঝন্টু, বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এলজিইডির অধিনে প্রায় ৮৩ লাখ টাকা ব্যয়ে ৪তলা ভীত সহ ৫ কক্ষ বিশিষ্ট এই একতলা ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়। এর গাইবান্ধা সদর উপজেলায় মডেল মসজিদের নির্মান কজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।