1:21 PM, 13 November, 2025

গাইবান্ধায় মাদক ব্যবসায়ির ১০ বছরের সশ্রম কারাদন্ড

gaibandha news

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধায় জহুরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ির ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আজ  ৮ মার্চ রোববার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক।
দন্ডপ্রাপ্ত জহুরুল ইসলাম গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মধ্য কঞ্চিপাড়া গ্রামের আব্দুল গফুর সরকার ওরফে চেংটু ব্যাপারীর ছেলে।

রায় সুত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ ডিসেম্বর বিকেলে মাদক ব্যবসায়ি জহুরুল ইসলাম তার শরীরের বিভিন্ন স্থানে ১ হাজার ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে যাওয়ার সময় গাইবান্ধা শহরের পূর্বপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার পথরোধ করে তল্লাসী চালায়। এসময় তার দেহ তল্লাসী করে পুলিশ ইয়াবাসহ জহুরুলকে আটক করে।