কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এর আগমনে পলাশবাড়ীতে যুবলীগের বর্ধিত সভা

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
আগামী ২১ মার্চ গাইবান্ধা ৩ পলাশবাড়ী-সাদুল্যাপুর আসনের উপনির্বাচনকে রেখে আগামী ১২ মার্চ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর নির্বাচনী প্রচারণায় শুভাগমন উপলক্ষে পলাশবাড়ীতে আওয়ামী যুবলীগ উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ৬ মার্চ শুক্রবার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে উপজেলা যুবলীগের সহ সভাপতি- প্রভাষক হাসান মাহমুদ তাপসের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তুষার সরকার বাবুর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সর্দার শাহিদ হাসান লোটন ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জনাব শাহ আহসান হাবিব রাজিব । সভায় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মাদ আসিফসহ উপজেলা যুবলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ ।
সভায় নির্বাচনকে ঘিরে দলীয় কর্মকান্ড ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদককের আগমনে ও কর্মসূচী সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহন করা হয়।
