বগুড়ায় চিকিৎসক পুনর্মিলনী ও পিঠা উৎসব ২০২০ আয়োজন করেছে বি. এম. এ.

নিউজ ডেস্ক:
বগুড়ায় চিকিৎসক পুনর্মিলনী ও পিঠা উৎসব ২০২০ আয়োজন করেছে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বি এম এ) বগুড়া শাখা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের চিকিৎসক সমাজের অভিভাবক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি; বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য; ঢাকা -৭ আসনের সাবেক সফল সাংসদ, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, বগুড়া জেলা আওয়ামীলীগ এর সংগ্রামী সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, বগুড়া জেলা আওয়ামীলীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক- রাগেবুল আহসান, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক – শেখ শহীদ উল্লাহ, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সর্ব কনিষ্ঠ কার্যকরী সদস্য।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ- সভাপতি, বগুড়া জেলা বিএমএ এর সংগ্রামী সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু। স্বাগত বক্তব্য দেন, বগুড়া জেলা বিএমএ ও স্বাচিপ এর বিপ্লবী সাধারণ সম্পাদক , বগুড়া মেডিকেল কলেজ এর মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডাঃ রেজাউল আলম জুয়েল এবং সমাপনী বক্তব্য প্রদান করেন, বগুড়া জেলা স্বাচিপ এর সংগ্রামী সভাপতি ও বগুড়া জেলা বিএমএ এর কোষাধ্যক্ষ ডাঃ সামির হোসেন মিশু।
