নাগরপুরে জাতীয় ভোটার দিবস পালিত
dav

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে ।সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের নেতৃত্বে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল বাতেন,সাবেক কমান্ডার সুজায়েত হোসেন সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
